শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক বোমা শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ অন্তত: ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ আগস্ট বুধবার সকালে করাচির লিয়ারি এলাকায় এক ফুটবল মাঠে স্থানীয় এক টুর্ণামেন্টের ম্যাচ শেষে ওই বোমাটি বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ ধারণা করছে, বোমাটি ফুটবল মাঠে একটি মোটরসাইকেলের ভেতর লুকানো ছিল। ম্যাচ শেষে বেরিয়ে আসার পথে বোমাটি বিস্ফোরিত হয় বলে হামলায় আহত এক শিশু জানিয়েছে। বিস্ফোরণে নিহতদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। বিস্ফোরণের পরপরই আতঙ্কিত লোকজন তখন ছুটতে শুরু করে। এতে অনেকে আহত হয়।
