ads

বুধবার , ৭ আগস্ট ২০১৩ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
 1. ENGLISH
 2. অনিয়ম-দুর্নীতি
 3. আইন-আদালত
 4. আন্তর্জাতিক
 5. আমাদের ব্লগ
 6. ইতিহাস ও ঐতিহ্য
 7. ইসলাম
 8. উন্নয়ন-অগ্রগতি
 9. এক্সক্লুসিভ
 10. কৃষি ও কৃষক
 11. ক্রাইম
 12. খেলাধুলা
 13. খেলার খবর
 14. চাকরির খবর
 15. জাতীয় সংবাদ

একসঙ্গে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাই নেম ইজ খান’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৩ ২:১৯ অপরাহ্ণ

my name is khanশ্যামলবাংলা বিনোদন : আসন্ন ঈদুল ফিতরে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘মাই নেম ইজ খান’। সারাদেশের ৮০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।
ছবির মুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, আমার খুবই পছন্দের মানুষ বদিউল আলম খোকন। এর আগে তাঁর পরিচালিত প্রিয়া আমার প্রিয়া ছবিতেও অভিনয় করেছিলাম। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল। আশা করছি মাই নেম ইজ খান তেমনি একটি ছবি হবে।
ছবির প্রযোজক শাওন বলেন, ‘ঈদের ৩ ছবির ভিড়ে ছবি মুক্তিতে আমি এগিয়ে আছি, এটা আমার জন্য স্বস্তির। এর মধ্যে ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের উত্সাহ লক্ষ করছি। আশা করছি ছবিটি দর্শক লুফে নেবেন।
এর আগে শাকিব খান অভিনীত এক টাকার বউ সর্বোচ্চ ৮০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিল। পি এ কাজলের পরিচালনায় এক টাকার বউ ছবিতে শাকিব খানের বিপরীতে ছিলেন শাবনূর ও রোমানা।
প্রযোজনা প্রতিষ্ঠান অনন্য পিকচার্সের প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, কাবিলা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, নূতনসহ অনেকে।

error: কপি হবে না!