শামলবাংলা ডেস্ক : বিকল্প প্রেসে আমার দেশ ছাপায় বাধা দান কেন অবৈধ হবে না জানতে চেয়ে সরকারকে ২ সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। ৭ আগস্ট বুধবার সকালে আমার দেশ কর্তৃপক্ষের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ ওই রুল জারি করেন। বিবাদী স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, ঢাকা জেলা প্রশাসক এবং রমনা ও তেজগাঁও থানার ওসিকে জবাব দিতে রুল জারি করা হয়। আমার দেশ পাবলিকেশন্সের দায়ের করা রিটের ওপর শুনানিতে অংশ নেন বাদী পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও এডভোকেট সালাউদ্দিন আহমেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১১ এপ্রিল পত্রিকা কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এরপর অধিকতর তদন্তের অজুহাতে ওইদিন রাতেই পত্রিকার নিজস্ব প্রেস সিলগালা করে দেয় পুলিশ। পরে জেলা প্রশাসককে অবহিত করে বিকল্প প্রেস আলফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ ছাপাতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। একইসঙ্গে আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই আমার দেশের ছাপা বন্ধ রয়েছে।
