শ্যামলবাংলা ডেস্ক : সঞ্জয় লীলা বানসালীর নির্দেশনায় হাম দিল দে চুকে সোনম, দেবদাস ও গুজারিশ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। একসঙ্গে কাজের সুবাদে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি রাম লীলা ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার জন্য ঐশ্বরিয়াকে প্রস্তাব দিয়েছেন সঞ্জয়। অবশ্য ঐশ্বরিয়ার পক্ষ থেকে সাড়া পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ প্রস্তাবে রাজি হলে ৩ বছর বিরতির পর বলিউডে প্রত্যাবর্তন ঘটবে ওয়ান ইন্ডিয়া ঐশ্বরিয়ার।
অন্যদিকে, রাম লীলা ছবির আইটেম গানে মাধুরী দীক্ষিতের অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র।
আগামী ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শেক্সপিয়ারের অমর সৃষ্টি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিতব্য ছবিটিতে রাম ও লীলা চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়–কোনে। ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন সঞ্জয় লীলা বানশালী।
