শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক যথাযথ সংস্কারের অভাবে বিভিন্ন অংশের এখন বেহাল দশা। আর এ কারণে ধীরগতিতে গাড়ী চলায় সৃষ্টি হচ্ছে যানজটের। এদিকে মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজ চললেও সেটা মন্থরগতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত এসব খানাখন্দ দ্রুত সংস্কার না করায় ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজ চললেও তা এগুচ্ছে ধীরগতিতে। তাছাড়া খানাখন্দগুলো শুধু ইটের সুড়কি ফেলে দায়সারভাবে করা হচ্ছে।
পুলিশ বিভাগ জানায়, সংস্কারের কাজ দ্রুত শেষ করা না হলে ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবেলায় ট্রাফিক পুলিশকে চরম ভোগান্তিতে পড়তে হবে।
গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, তেলিপাড়া, ভোগড়া ও শ্রীপুরসহ খানাখন্দকে ভরা জায়গাগুলো অতিদ্রুত সংস্কার ও মেরামতকাজ শেষ হলে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত কিছুটা নির্বিঘœ হবে বলে মনে করছে এলাকাবাসী।
