শ্যামলবাংলা ডেস্ক : ভারতের দিল্লীর চলন্ত বাসে বিশ্ব কাঁপানো গণধর্ষণ মামলায় অভিযুক্ত সেই কিশোর আসামির রায় ফের মূলতবি করা হয়েছে। ৫ আগস্ট সোমবার কিশোর বিচার বোর্ড (জেজিবি) আগামী ১৯ আগস্ট পর্যন্ত ওই রায় মূলতবি করেন। এ নিয়ে ৩ দফা পেছানো হল ওই মামলায় কিশোর আসামীর রায়। এর আগে প্রথমে ১১ জুলাই এবং পরে ২৫ জুলাই রায়ের দিন ধার্য ছিল। কিন্তু ওই আসামীর বয়স বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে করা একটি মামলা এখনও নিস্পত্তি না হওয়ায় দফায় দফায় তা পিছিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ মামলায় আটক ৬ আসামির মধ্যে ওই কিশোরের বয়স সাড়ে ১৭ বছর হওয়ার কারণে তার বিচার হয় কিশোর আদালতে। তবে ইতোমধ্যে তার বয়স ১৮ তে পড়ায় তা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে এ জন্য যে, এখন তাকে কিশোর নাকি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হবে।
