শ্যামলবাংলা ডেস্ক : ঈদের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি আদায়ে একদফা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ আগস্ট মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই ঘোষণা দেন তিনি। এসময় তিনি ‘বিএনপির মিথ্যাচার ঢাকতে বিলবোর্ড প্রচারণা’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বিএনপি নয় আওয়ামী লীগই মিথ্যাচার করে। জনগণ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিলবোর্ড দিয়ে তাদের শেষ রক্ষা হবে না।
ঈদের পর চলমান আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তবে ঈদের পর তাদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করছে। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি ডা. একেএম আজিজুল হক, ড্যাব বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম ও ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।