শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর ডেমরায় ৫ আগস্ট সোমবার মধ্যরাতে ১৮ লাখ টাকার জাল নোট, জাল নোট তৈরির কাগজ, সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। র্যাব-১০ এর মেজর জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ওইসব জাল নোট ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় সঙ্গে জড়িত একজনকে আটক করেছে র্যাব।