শ্যামলবাংলা ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগ সভাপতি শুক্কুর আলম শুভকে (২৫) দুটি বিভলবার ও মাদকসহ আটক করেছে র্যাব-১১। ৬ আগস্ট মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজার এলাকা থেকে র্যাব পরিচালিত এক তাকে আটক করা হয়। আটকের পর শুক্কুর আলমকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্কুর আলম শুভকে দুটি রিভলবার, বেশ কিছু ইয়াবা ও গাঁজাসহ আটক করে। তবে তাৎক্ষণিকভাবে ইয়াবা ও গাজার পরিমাণ জানা যায়নি।
তিনি জানান, আটককৃত শুক্কুর আলম হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি। ওসি জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।