শ্যামলবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানির কলসিগ্রামে তাসলিমা এবং মেয়ে সাদিয়াকে হত্যা মামলায় খাদিজা বেগম নামে ১ জনকে মৃত্যদন্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। একই সঙ্গে মামলার পলাতক আসামী খাদিজার স্বামী মোঃ নওশাদ ফকিরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। ৫ আগস্ট সোমবার দুপুরে বিচারক এ বি এম নিজামুল হকের আদালতে আসামির উপস্থিতিতে এ আদেশ দেয়া হয়।
জানা যায়, ২০০৯ সালের ১৫ জানুয়ারী গোপালগঞ্জে তসলিমার স্বামী নওশাদের ২ বিয়ের কারণে কলহের জের ধরে হত্যা করা হয় তাসলিমা ও তার মেয়েকে।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামী খাদিজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করায় আদালত ওই আদেশ দেন। অপরদিকে ওই রায়ের বিরুদ্ধে আসামীপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
