শ্যামলবাংলা ডেস্ক : দেশের কিংবদন্তির ফুটবলার কাজী সালাউদ্দিন ও হালের ক্রিকেটক্রেজ সাকিব আল হাসান উঠে এসেছেন এবার পাঠ্যবইয়ে। সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইতে তাদের কীর্তি নিয়ে থাকছে রচনা। এর মধ্য দিয়ে ক্রীড়াজগতের উজ্জল নক্ষত্র সালাউদ্দিন ও সাকিব কচিকাঁচাদের সামনে এবার শিক্ষণীয় হিসেবে হাজির হবেন। সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্যবই ইংলিশ ফর টুডের এক অধ্যায়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দিয়েগো ম্যারাডোনা, পেলে ও শচীন টেন্ডুলকারের সঙ্গে জায়গা করে নিয়েছেন দেশের দুই প্রজন্মের এই দুই তারকা।
২০১৩ সালের নতুন সংস্করণে ইউনিট সাতের গেম অ্যান্ড স্পোর্টসে আলোচনা করা হয়েছে দেশ ও বিদেশের ক্রীড়া তারকাদের নিয়ে। ইউনিটটির পাঁচ নম্বর লেসনে ‘আওয়ার গোল্ডেন বয়েস অ্যান্ড গার্লস’ শিরোনামে উঠে এসেছে সালাউদ্দিনের সফল খেলোয়াড়ি জীবনের কথা। তার বর্তমান সময় নিয়েও আলোচনা করা হয়েছে। একই অধ্যায়ে বাংলাদেশের ক্রিকেট তারকা ও সেরা অলরাউন্ডার সাকিবের স্বর্ণালী সময়ও উপস্থাপন করা হয়েছে। প্রকাশ করা হয়েছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট, যেখানে প্রশংসিত হয়েছে ২০১০ সালে ১১তম দক্ষিণ এশিয়া গেমসের উদ্বোধনী দিনে শারমিন আখতার রতœা, সৈয়দা সাদিয়া সুলতানা ও তৃপ্তি দত্তের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণজয়ের ঘটনা। পাঠ্যবইয়ে একই অধ্যায়ে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমও স্থান পেয়েছেন ।
