শ্যামলবাংলা ডেস্ক : এবার পুলিশের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। খুব শিগগিরই আবেদনময়ী এ নায়িকাকে পুলিশের রূপে দেখা যাবে। মুম্বাই পুলিশকে স্যালুট জানাতে তার নতুন সিনেমা ‘জানজির’র একটি গানে পুলিশের পোশাকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
মুম্বাই পুলিশ ফোর্সকে উৎসর্গ করা হয়েছে ‘মুম্বাই কি হিরো’ টাইটেলের গানটি। গানটিতে প্রিয়াংকাকে খাকি রঙের শর্ট ড্রেসে দেখা যাবে। পুলিশের সাজে এ নতুন লুকের জন্য প্রিয়াংকা নিজেই উচ্ছ্বসিত।
ছবিতে প্রিয়াংকার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের সুদর্শন নায়ক রামচরণ তেজা। এই গানটিতে প্রিয়াংকার সাথে দেখা যাবে তাকেও। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘জাঞ্জির’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রকাশ রাজ, মাহি গিল, অতুল কুলকারনি এবং সঞ্জয় দত্ত। ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
