শ্যামলবাংলা ডেস্ক : ঈদের পর জামায়াতে ইসলামীর ডাকা হরতাল একদিন পেছানো হয়েছে। এখন তাদের ডাকা হরতাল ১৩ ও ১৪ আগস্ট পালন করা হবে। ঈদুল ফিতরের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করে পূর্বে ডাকা ১২ ও ১৩ আগস্টের হরতাল একদিন পেছানো হয়েছে বলে ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন।
এছাড়া শীর্ষ নেতাদের উচ্চ আদালতে তলব এবং ব্যবসায়ীরা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানালেও জামায়াত হরতাল প্রত্যাহার করবে না বলে জানিয়ে হরতাল সফল করতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ঢাকা ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।
