স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, হাওয়া ভবনের কথা শুনলে এখনও ব্যবসায়ীরা আঁতকে ওঠে। সেদিন হাওয়া ভবন বানিয়ে বেগম জিয়া ও তার ছেলেরা টাকার পাহাড় গড়েছিলেন। কিন্তু শেখ হাসিনা কোন হাওয়া ভবন তৈরি করেননি, তিনি গরীবের হক তাদের বুঝিয়ে দেন। তাই ঈদ এলে গরিব মানুষ চাল পায়, বস্ত্র পায়। বছরের শুরুতে ছেলে-মেয়েরা বই পায়। কৃষক সময়মত সার পায়। কৃষিমন্ত্রী ৫ আগস্ট সোমবার রমজান ও ঈদ উপলক্ষে তার নির্বাচনী এলাকায় সফরের ৬ষ্ঠ দিনে নকলা উপজেলার পাঠাকাটা, উরফা, নকলা সদর ও গণপদ্দি ইউনিয়নের গরীব-দু:স্থদের মাঝে খেজুর, শার্ট, শাড়ী, লুঙ্গি, গেঞ্জি, ভিজিএফ চাল এবং গরিব-মেধাবী ছাত্রীদের শাড়ী ও থ্রিপিছ বিতরনকালে ওই কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ এফতেখার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমরা ‘ক্ষীরের সাগর’ বানিয়ে দিয়েছি এ দাবি করি না। তবে সরকারে সাড়ে ৪ বছরে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সমুদ্র বিজয়, গ্রামে-গঞ্জে ব্যাপক উন্নয়ন এবং নানা প্রতিকূলতার মাঝেও ৬ ভাগ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হচ্ছে- এটা কোন কম কথা নয়।
