এম.আর.টি মিন্টু, শ্রীবরদী থেকে : শ্রীবরদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান (৫২) সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যজন হচ্ছেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (৩৫)। ৫ আগষ্ট সোমবার বিকেলে কাকিলাকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ গ্রেফতারের সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে জানান, ওই দুই নেতা দ্রুত বিচার আইনের ওয়ারেন্টভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আবুল কালাম কালাম আজাদের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।