শ্যামলবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রতিবারের ন্যায় এবারও দেশের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে । ঈদ জামাত নির্বিঘেœ করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪ আগস্ট রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঈদের দিন পুলিশ ও র্যাবের পাশাপাশি ২ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল হাই, পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, এবারের ১৮৬তম ঈদের জামাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতিতে ওইদিন সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার বলেন, নিরাপত্তার ব্যাপারে পুলিশ যেমন জিরো টলারেন্স দেখাবে পুলিশের পাশাপাশি মুসল্লীদেরকেও সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, প্রতিবছর শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে তিন লক্ষাধিক মুসল্লীর সমাগম হয়।
