শ্যামলবাংলা ডেস্ক : রবিবার ভোরে মহাশূন্যে যাত্রা করল মানুষের মতোই কথা বলতে সক্ষম রোবট কিরোবো ।

আগামী ৯ আগস্ট মধ্যে কোন এক সময় এটি মহাকাশ ষ্টেশনে পৌছবে বলে আশা করা হচ্ছে।
জাপানের তানেগাশিমা মহাশূন্য স্টেশন থেকে রোবট কিরোবোকে বহনকারী মহাশূন্যযানটি আন্তাজার্তিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রাকরে। ১৭ ইঞ্চি উচ্চতার কিরোবো মহাকাশ বিজ্ঞানীদের গবেষনার কাজে সহকারী হিসেবে কাজ করবে। কিরোবোর সঙ্গী মিরাতা নামে আরও একটি রোবট পৃথিবীতে অবস্থান করে কিরোবোর সাথে যোগাযোগ রাখবে এবং মহাশূন্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বিজ্ঞানীদের সাথে।
