শ্যামলবাংলা ডেস্ক : অস্থিরতা, দ্বন্দ্ব-সংঘাত ও বিরূপ পরিবেশের মাঝেও রাজনৈতিক মহলে সুবাতাস ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চলমান রাজনৈতিক সংস্কৃতি ও চরম বাস্তবতার কারণে সরাসরি বা মুখোমুখী না হলেও ৫ আগস্ট সোমবার ঈদ কার্ড দিয়ে পরস্পর শুভেচ্ছাবিনিময় করেছেন।
সোমবার দুপুর ১২টায় ঈদ কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে যায়। সেখানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রটোকল কর্মকর্তা সুরত-উজ-জামান ঈদকার্ডটি গ্রহণ করেন। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রধানমন্ত্রীর ঈদকার্ড গ্রহণের সত্যতা স্বীকার করে জানান, বেলা ১টায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে তার প্রটোকল কর্মকর্তা সুরত-উজ-জামান সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদ শুভেচ্ছার কার্ড পৌছে দেন।
