শ্যামলবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ৫ আগস্ট সোমবার দুপুরে স্থানীয় বিষ্ণুপুর ও হরষপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিষ্ণুপুর গ্রামের জনৈক মামুন মিয়ার লোকজন অতর্কিতভাবে সাবেক ইউপি সদস্য হুমায়ুুন কবিরের লোকজনের উপর হামলা চালায়। এ সময় নারী-পুরুষসহ অন্তত: ১৫ জন আহত হয়।

অন্যদিকে, একই উপজেলার হরষপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত: ১২ জন আহত হয়। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক ওই সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বক্ষস্থা নেওয়া হবে।
