শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী কেভিন রাড ৪ আগস্ট রবিবার জাতীয় নির্বাচনের ওই তারিখ ঘোষণা করেন।
দলীয় সদস্যদের ভোটে মাত্র দেড়মাস আগে সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে হারিয়ে লেবার পার্টির নেতৃত্ব পান রাড। এর মধ্য দিয়ে তিনি আবার বৃহত রাজনীতিতে ফিরে এসেছেন। ২০১০ সালে পার্টির নেতৃত্ব হারানোর পর জনতাকে আবার নিজ পক্ষে টেনে নিতে পেরেছেন তিনি। কিন্তু নির্বাচনে তার মধ্য-বামপন্থী দল লেবার পার্টি পরাজিত হবে বলে ধারণা করা হচ্ছে।
