শ্যামলবাংলা ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, সিরিয়ায় বিদেশি রাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরু হলে দেশটিতে গৃহযুদ্ধ স্থায়ী রুপ ধারণ করতে পারে। তিনি রাশিয়ার সংবাদভিত্তিক ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল রাশিয়ার টুডে’কে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।
ইরাক ও লিবিয়ার পরিস্থিতি তুলে ধরে দিমিত্রি মেদভেদেভ বলেন, জাতীয় স্বার্থ, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার ইস্যু নিয়ে ওইসব দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে অমানবিক সামরিক আগ্রাসন চালানো হয়েছিল। সামরিক আগ্রাসন কোন ইতিবাচক ফলাফল নিয়ে আসে নি। সিরিয়ার ক্ষেত্রে এ ধরণের রাজনীতি হয়তো আরও একটি অস্থিতিশীল রাষ্ট্রের সূচনা করতে পারে এবং যেখানে গৃহযুদ্ধ বন্ধ হবার আর কোন পথ থাকবে না।
