এম.আর.টি মিন্টু, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এর ইফতার পার্টিতে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করতে বৃহত্তÍ ঐক্য গড়ে তুলতে ঐক্যমত পোষণ করেছেন। ৪ আগস্ট রবিবার শ্রীবরদী সরকারী কলেজ মাঠে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ওই ঐক্যমত পোষণ করেন। এছাড়া তারা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনী এলাকায় সৎ, যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি ও শেরপুর জেলা পরিষদ প্রশাসক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট এম.এ হালিম, আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ ওয়ালিউজ্জামান আশরাফি লতা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম ও কৃষিবিদ ফররুখ আহমদ ফারুক, জেলা জাসদ ও শেরপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আজিজুল হক মাষ্টার, আলহাজ্ব আবুল কালাম আজাদ মন্ডল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, বীর প্রতিক জহুরুল হক মুন্সী, উপজেলা যুবলীগ সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, শ্রীবরদী সরকারী কলেজের সাবেক ভিপি জাফর উল্লাহ সেলিম, সাবেক ভিপি গোলাম মারুফ হেলাল, সাবেক ভিপি সাকিল আহমেদ, সাবেক ভিপি সাগর কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক নুর ই আলম হীরা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সাইদ, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আবুল কাশেম, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, সাবেক কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিষ্টার, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও সাংবাদিক এম.আর.টি মিন্টু, সাবেক কলেজ সাধারণ সম্পাদক এস.এম মনিরুল হক প্রমূখ।
সংগঠনের সভাপতি এম.এ মতিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহীদ উল্লাহ শাহী’র উপস্থাপনায় ইফতার পার্টিতে প্রায় ৭ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুন্সী রুস্তম আলী। পরে উপস্থিত সকলেই ইফতারে শরিক হন।
