স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষ্যে শেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে গরিব মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। শেরপুর-১ (সদর) সংসদ সদস্য আতিউর রহমান আতিকের অর্থায়নে ৩ ও ৪ আগস্ট শনি ও রবিবার প্রতি ওয়ার্ডে ২০ টি করে কাপড় বিতরণ করা হয়। বিতরণকার্য পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। এসব বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

