শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানে প্রবল বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ জনে। এছাড়া এ পর্যন্ত বহু সংখ্যক লোক নিখোঁজ রয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান, সিন্ধু, আজাদ কাশ্মির এবং কেন্দ্র শাসিত উপজাতীয় এলাকাগুলোর বিশেষ অংশ প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণে করাচি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতাসহ যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। করাচির বিমানের ও ট্রেনের সিডিউল ব্যবস্থাতেও ঘটেছে বিপর্যয়।
পাকিস্তান সরকারের বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণ ও বন্যার কারণে প্রাণহানি ছাড়াও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ প্রকাশ করে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিকে, বন্যাপীড়িতদের উদ্ধার ও ত্রাণ সরবরাহের কাজে এরই মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীকে নামানো হয়েছে।