শ্যামলবাংলা ডেস্ক : সম্প্রতি দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগ করে বলেছেন, বিএনপির হরতালের কারণে এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে। এখন উল্টো দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে উপহাস করছেন। এ জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। তিনি ৪ আগস্ট রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা বলেন।
মন্ত্রী ফল প্রকাশের পর মির্জা ফখরুলের রবীন্দ্রনাথের একটি কবিতার কথা উল্লেখ করে উপহাস করার প্রসঙ্গে বলেন, এতে করে তিনি পরীক্ষার্থীদের প্রতি পরিহাস করেছেন। যেখানে তাঁর দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেখানে তিনি এ তামাশা করলেন। শিক্ষামন্ত্রী আবারও দাবি করেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে এ বছর এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একই দাবি করেছিলেন।
