স্টাফ রিপোর্টার : শেরপুরে এবার লাশ চুরি করতে গণপিটুনিতে নিহত হয়েছে লাশ চোর চক্রের সেন্টু (২৫) নামে এক সদস্য। তার বাড়ি নকলা উপজেলার কৃর্শা বাদাগৈর গ্রামে। ১ আগস্ট বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী উপজেলার গেরামারা কবরস্থানে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত প্রায় ৩ মাসে এ কবরস্থান থেকে কয়েক দফায় ১১টি লাশ এবং কঙ্কাল চুরি করে নিয়ে যায় লাশ চোর চক্রের সদস্যরা। এতে এলাকাবাসী কয়েকদিন যাবত কবরস্থানে রাতের বেলা পাহারা বসিয়ে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে চোর চক্রের সদস্যরা ওই কবরস্থানে লাশ চুরি করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। ওইসময় অন্যরা পালাতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে ও গণপিটুনি দেয়। এতে ওই চোর চক্রের সদস্য গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া পথে তার মৃত্যু হয়।
