শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরের বাগেরহাট অঞ্চল থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুর দল। ২ আগস্ট শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় নারকেলবাড়ীয়া ও দুবলারচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
শরণখোলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল ওরফে শীর্ষবাহিনী বলে পরিচিত জলদস্যুর সদস্যরা বঙ্গোপসাগরের নারকেলবাড়ীয়া ও দুবলারচর এলাকায় হানা দিয়ে প্রায় অর্ধশতাধিক ট্রলারে লুটপাট চালায়। এ সময় একটি ট্রলারসহ ২৫ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। অপহৃত জেলেদের প্রতিজনের জন্য ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
