স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে সহোদর বোনের লাঠির আঘাতে আশরাফ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ২ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় গেরামারা উজানগাংপাড় গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেরামারা উজানগাংপাড় গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আশরাফ আলীর সঙ্গে দুই পরিবারের শিশু নিয়ে শুক্রবার বিকেলে তারই সহোদর বোন রাশিদার (৪০) কথা কাটাকাটি হয়। এরপর আশরাফ আলী জুম্মার নামাজ শেষে বাড়িতে এলে পূণরায় এ নিয়ে দুই ভাই-বোনের মধ্যে বিতর্ক বাধে। এক পর্যায়ে বোন রাশিদা লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আশরাফ আলী লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
