স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ আগস্ট বৃহস্পতিবার রোজবার্গ অটোরাইস মিল সংলগ্ন মাঠে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলী। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এংরাজ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মজিদ বাদল, হাতেম আলী, আওয়াল চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, ফজলুল হক বাদশা, সাবেক ভারপ্র্পাত পৌর চেয়ারম্যান এড. আব্দুল মান্নান, শহীদুল ইসলাম, এড. শাহ মোঃ শাহীন হাসান খান, এড. এমকে মোরাদুজ্জামান, আকরামুজ্জামান রাহাত, আতাউর রহমান আতা, আনোয়ারুল ইসলাম সম্রাট, সাইফুল ইসলাম, আবু রায়হান রূপন, রুমী প্রমূখ। পরে নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতারে শরিক হন।
