স্টাফ রিপোর্টার : শোকের মাসের প্রথম দিনেই (১ আগস্ট বৃহস্পতিবার) জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে শেরপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হায়দর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সদর ইউএনও আইরীন ফারজানা, শ্রীবরদী ইউএনও গুলশান আরা, এনডিসি আমিন আল পারভেজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক শামছুল হক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, ফখরুল মজিদ খোকন, চেম্বার সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমূখ।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত সংগঠন-প্রতিষ্ঠানে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় জাতীয় শোক দিবসে অধিকাংশ মাদ্রাসায় পতাকা উত্তোলন না করার প্রসঙ্গ উঠে এলে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যে সমস্ত মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হবেনা, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।
