শ্যামলবাংলা ডেস্ক : আত্মগোপনে থাকা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এরইমধ্যে তিনি শেরেমেটিয়েভো বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা ছেড়ে মস্কোয় অবস্থান নিয়েছেন। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা আজ (বৃহস্পতিবার) এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়া স্নোডেনকে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
স্নোডেন গত জুনের ২৩ তারিখ থেকে তিনি মস্কোর এ বিমানবন্দরে আটকা পড়েছিলেন।বিমানবন্দর ছেড়ে স্নোডেন কোথায় গেছেন তা অবশ্য প্রকাশ করেননি কুচেরেনা।
গত মে মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ’র টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার পর তিনি হংকংয়ে চলে যান এবং সেখানে আত্মগোপন করেন।
এরপর স্নোডেনকে ধরতে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সরকারি সম্পত্তি তছরুপের কয়েকটি অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে আমেরিকা।
