শ্যামলবাংলা ডেস্ক : ইরানবিরোধী নিষেধাজ্ঞা কঠোরতর করার পদক্ষেপ পরমাণু কর্মসূচি ইস্যুতে সৃষ্ট সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে না বলে মন্তব্য করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ। এটি গঠনমূলক পদক্ষেপ নয় বলে, ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। ।
গাতিলভ বলেন, ইরানের অর্থনীতিকে পঙ্গু করতেই নতুন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়া হয়েছে। এ পদক্ষেপ পরমাণু অস্ত্র বিস্তার সংক্রান্ত সমস্যার সমাধান করবে না। ইরানের বিরুদ্ধে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করার পর রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া দেখালেন।
রেডিও তেহরানের খবরে প্রকাশ, নতুন নিষেধাজ্ঞায় ইরানের তেল রপ্তানির পাশাপাশি খনি ও গাড়ি নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৫ সালের মধ্যে ইরানের সব ধরনের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়া এ বিলের অন্যতম উদ্দেশ্য।
ইরানবিরোধী নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি ইস্যুতে সৃষ্ট সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে না- গাতিলব ।
শ্যামলবাংলা ডেস্ক : ইরানবিরোধী নিষেধাজ্ঞা কঠোরতর করার পদক্ষেপ পরমাণু কর্মসূচি ইস্যুতে সৃষ্ট সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে না বলে মন্তব্য করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ। এটি গঠনমূলক পদক্ষেপ নয় বলে, ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। ।
গাতিলভ বলেন, ইরানের অর্থনীতিকে পঙ্গু করতেই নতুন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়া হয়েছে। এ পদক্ষেপ পরমাণু অস্ত্র বিস্তার সংক্রান্ত সমস্যার সমাধান করবে না। ইরানের বিরুদ্ধে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করার পর রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া দেখালেন।
রেডিও তেহরানের খবরে প্রকাশ, নতুন নিষেধাজ্ঞায় ইরানের তেল রপ্তানির পাশাপাশি খনি ও গাড়ি নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৫ সালের মধ্যে ইরানের সব ধরনের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়া এ বিলের অন্যতম উদ্দেশ্য।