শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শাহিনূর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
সরকার ৩১ জুলাই বুধবার তাদের নিয়োগ দেয়। ইতোমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য তাদের নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে ওই নিয়োগ কার্যকর হবে।
