শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিকদের ওপর সবসময়ই রগচটা থাকেন আর্জেন্টাইন ফুটবল ইশ্বর দিয়াগো ম্যারাডোনা। সেই মনোভাবটা আবারো প্রমাণ করলেন তিনি। ম্যারাডোনা এবার ইতালির জনপ্রিয় ম্যাগাজিন জেন্তের ফটোগ্রাফার এনরিক মেদিনার কুঁচকিতে লাথি মারলেন।
ওই ফটোগ্রাফার সংঘর্ষের পর স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগপত্র দাখিল করেছেন ।
ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতে। ছবি তোলার জন্য ম্যারাডোনার বাবার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন জেন্তে ম্যাগাজিনের ফটোগ্রাফার এনরিক মেদিনা। বাসা থেকে বের হয়ে ওই ফটোগ্রাফারকে দেখে তেতে উঠেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফুটবল ইশ্বর ম্যারাডোনা। ফ্রি-কিক দেয়ার মতো করে তেড়ে এসে ওই ফটোগ্রাফারের কুঁচকিতে লাথি মারেন তিনি।
ইতোপূর্বে বেশ কয়েকবার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন ম্যারাডোনা। ১৯৯৪ সালে সাংবাদিকদের ওপর গুলি ছুড়ে দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ থাকাকালীন সংবাদ সম্মেলনে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগাল করেন ৫২ বছর বয়সী ম্যারাডোনা।
