স্টাফ রিপোর্টার : আল্লামা শফীর নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, লু’ত নবীর উম্মতকে সমকামীতার জন্য ধ্বংস করা হয়েছে। সমকামিতা অবৈধ ও হারাম। অথচ এ ক্ষেত্রে ড. ইউনুস আন্তর্জাতিকভাবে সমকামীতাকে সমর্থন দিয়েছেন। আর খালেদা জিয়া ক্ষমতায় গেলে নাকি ড. ইউনুসকে খুব সম্মান জানাবেন। তিনি আল্লামা শফীর কাছে প্রশ্ন রেখে বলেন, এই যে খালেদা জিয়া ড. ইউনুসের পক্ষে গেলো বা ইউনুসই খালেদা জিয়ার পক্ষে গেলো এই সম্পর্কে আপনার বক্তব্য কি? কৃষিমন্ত্রী ৩১ জুলাই বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও, নন্নী ও রাজনগর ইউনিয়নের দুস্থদের মাঝে বিশেষ ভিজিএফ ও ত্রাণ সামগ্রীবিতরণ কালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধিদের বিচার হবে না। আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে কৃষির উন্নয়ন হবে না, শিক্ষা ধ্বংস হয়ে যাবে। দেশ পিছিয়ে পড়বে।
কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকায় সপ্তাহব্যাপী ভিজিএফ বিতরণ কর্মসূচীর প্রথম দিনে নালিতাবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে ৬ হাজার ৭ শ ৮৯ জনকে প্রত্যেককে ১০ কেজি করে চাল, ১শ ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে থ্রিপিচ ও শাড়ী এবং ৫ পিচ করে খেজুর প্রদান করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলাপরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবুসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরাউপস্থিত ছিলেন।
