
স্টাফ রিপোর্টার : অনলাইন জগতে শ্যামলবাংলা২৪ডটকম এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। ৩১ জুলাই বুধবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে কম্পিউটারে ক্লিক করে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে জেলা শহরের প্রাণকেন্দ্র বটতলাস্থ চাউলকল ভবন মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, এএসপি সার্কেল সালাউদ্দিন শিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. এটিএম জাকির হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব চন্দ বিল্টু, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এড. প্রদীপ দে কৃষ্ণ, সাংবাদিক সংগঠক হাকিম বাবুল প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামলবাংলার সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার। শ্যামলবাংলার নির্বাহী সম্পাদক শাহ্ আলম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এমকে মুরাদুজ্জামান, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ শাহীন হাসান খান, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. আবুল মানসুর স্বপন, শেরপুর পৌরসভার সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম বাপ্পি, সাংবাদিকদের মধ্যে দশকাহনীয়া সম্পাদক মোঃ আবু বকর, আব্দুর রহিম বাদল (এটিএন নিউজ,যুগান্তর), আলহাজ্ব এমএ হাকাম হীরা (বাংলা ভিশন), দেবাশীষ সাহা রায় (প্রথম আলো), জিএম আজফার বাবুল (বিজয়), শরিফুর রহমান (সংবাদ, একুশে) মোঃ মেরাজ উদ্দিন (ইডিপেনডেন্ট), মুগনিউর রহমান মনি (আর টিভি), মাসুদ হাসান বাদল (বাংলাদেশ প্রতিদিন), আদিল মাহমুদ উজ্জল (মানবকণ্ঠ,সময়), আবুল হাশিম (মাছরাঙ্গা), বিপ্লব দে কেটু (বৈশাখী), আনিসুর রহমান আকন্দ (দি ইনডিপেনডেন্ট), মোঃ ফরিদুজ্জামান (মানবজমিন), সাবিহা জামান শাপলা (আমাদের সময়), রেদওয়ানুল হক আবীর (একাত্তর), রেজাউল করিম বকুল (মোহনা, আমার দেশ), খোরশেদ আলম (ভোরের কাগজ), তারেক মোঃ আব্দুল্লাহ রানা (মাই টিভি), ব্যবসায়ী নেতা মোঃ এনামুল হক, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেলসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে শ্যামলবাংলা২৪ডটকম এর অফিস ও কম্পিউটারে ক্লিক করে শ্যামলবাংলা২৪ডটকম নিউজ পোর্টাল উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ জাকীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অতিথিদেরকে শ্যামলবাংলা পরিবারের পক্ষে বরণ করে নেন ব্যবস্থাপনা সম্পাদক (প্রশাসন-অর্থ) ফারহানা পারভীন মুন্নী, ব্যবস্থাপনা সম্পাদক (বিজ্ঞাপন-প্রচার) আলমগীর কিবরিয়া কামরুল, বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান ও অফিস সচিব জুবাইদুল ইসলাম। এক পর্যায়ে অনুষ্ঠানটি প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই শ্যামলবাংলার শুভযাত্রা ও এর সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শ্যামলবাংলা অফিসে এসে শুভেচ্ছা জানান শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব সম্পাদক কাকন রেজা ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য।
