শ্যামলবাংলা ডেস্ক : এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে স্বাগত জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ জুলাই বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জয়কে স্বাগত জানান।
সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় মির্জা ফখরুল জয়কে পরিচ্ছন্ন রাজনীতি করার আহবানও জানান। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন, তাকে স্বাগত জানাই, তাকে পরিচ্ছন্ন রাজনীতি করার আহ্বান জানাই। এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের সমালোচনা করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান।
