শ্যামলবাংলা ডেস্ক : রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বিএনপির আমলে রেলপথ ছিল একেবারে অবহেলিত। তারা রেলের জন্য কিছু করেনি। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ২০১১ সালের ডিসেম্বরে রেলপথকে প্রথমেই যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে।
তিনি বলেন, দেশের রেলব্যবস্থাকে বিশ্বের সমান্তরাল করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য রেলের উন্নয়নে মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ১৮ হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে ৩৮টি প্রকল্পের বাস্তবায়ন কাজ প্রায় শেষ হওয়ার পথে। এসব প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের রেল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। রেলমন্ত্রী ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রেলপথে জেলাবাসীর বহুল প্রত্যাশিত আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’ এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে মোহনগঞ্জ স্টেশনের প্লাটফর্মে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। পরে তিনি ফিতা কেটে ‘হাওর এক্সপ্রেসে’ চড়েন এবং জাতীয় পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বক্তৃতার একপর্যায়ে রেলের উন্নয়নসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জনগণের প্রতি মহাজোট সরকারকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি মঞ্জুর কাদের কোরাইশী, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের এমপি রেবেকা মমিন, নেত্রকোনা-১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনের এমপি মোশতাক আহমেদ রুহী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহ-সম্পাদক শফী আহমেদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রধান প্রকৌশলী আবু তাহের, রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান কাচা মিয়া ও মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানটি আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিশাল সমাবেশে পরিণত হয়।
আন্তঃনগর ট্রেন উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই উৎসাহী লোকজন দলে দলে মোহনগঞ্জ রেল স্টেশনে ভিড় করতে থাকেন।
