শ্যামলবাংলা ডেস্ক : আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে দায়িত্ব দিয়ে সুপ্রীম কোর্টে ৩ সদস্যের অবকাশকালীন একক বেঞ্চ গঠন করা হয়েছে। অবকাশকালীন ছুটির সময় তারা জরুরী শুনানিগুলো গ্রহণ করবেন।
সুপ্রিম কোর্টের রেজিষ্টার এ কে এম শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবকাশকালীন ৩ সদস্যের পৃথক বেঞ্চের মধ্যে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ৪ ও ৫ আগস্ট, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী১৩, ২০ ও ২৭ আগস্ট ও বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ৩ ও ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে তাদের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
