শ্যামলবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনীতি ব্যবসায়ীদের কাজ নয়। তিনি ৩০ জুলাই মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সাথে সাক্ষাতের সময় ওই কথা বলেন। এ সময় দেশের চলমান রাজনীতি নিয়ে এফবিসিসিআই উদ্বেগ প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী ব্যবসায়ীদের সমালোচনা করে বলেন, ‘ব্যবসায়ীদের কাজ রাজনীতি না।’
সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক মতবিরোধের কারণে আমরা উদ্বিগ্ন। আমরা বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যে চিঠি দিয়েছি, এখনও কারও কোন জবাব পাইনি। তিনি আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।