শ্যামলবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচনকে পকেটবন্দি করতে চাইলে আগামী নির্বাচন হবে না। তিনি ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি আরও মন্তব্য করেন, আগামীতে সামরিক শক্তি ক্ষমতায় আসলে ১০ বছরেও নির্বাচন হবে না- এ ধরনের বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক শক্তিকেই ক্ষমতায় আনতে চাচ্ছেন। সরকার নিজে ভয় পেয়ে অন্যদের ভয় দেখানোর জন্যই এসব কথা বলে বেড়াচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয়ের কাছে তথ্য নয়, রয়েছে নির্বাচনের নীলনকশা। যেখানে ৫টি সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে, সেখানে তার বক্তব্য অত্যন্ত ষড়যন্ত্রমূলক।
তিনি আরও বলেন, দেশে নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মধ্য থেকেও নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে।
অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার রাজতন্ত্রের চেয়ে নিকৃষ্ট, অদক্ষ ও ব্যর্থ। তাদের কাজে গণতন্ত্রের কোনো লেশ নেই। এ সরকারকে জনপ্রতিরোধের মাধ্যমে বিদায় করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।