পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুর জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। ৩০ জুলাই মঙ্গলবার ভোরে বিরামপুর পৌর এলাকার ঘাটপাড় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল জানান, জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার পৌর শহরের ঘাটপাড় এলাকার বাড়ি ঘেরাও করে রাখে। তিনি সেহরি খেয়ে ফজর নামাজ শেষে বাড়ি থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।
