শ্যামলবাংলা ডেস্ক :খুব শিগগিরই ওয়েব সাইটের ডোমেইন নামের েেত্র যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাত্রা। নতুনস ডোমেইনের অংশ হিসেবে শুরু হতে পারে বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ডট গুগোল এবং প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। এমনটিই জানিনেছে আর্ন্তজাতিক ডোবেইন নিয়ন্ত্রন সংস্থা ইন্টারনেট করপোনেশন ফর ্অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস ( আইসিএএনএন)।
আর্ন্তজাতিক ডোমেইন নিয়ন্ত্রন সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) গত বছরের জুন মাসে ডোমেইনের জন্য নাম আহবান করে। এতে অসংখ্য ডোমেইন নামের আবেদন পাওয়া যায়। যার ফলশ্র“তিতে খুব শিগগরিই নতুন ডোমেইন হিসেবে ঘোষণা আসার সম্ভবনা রযেছে ”ডট গুগল” ও ”ডট অ্যাপাল”।

অসংখ্য আবেদনের মধ্যে আইসিএএনএন প্রাথমিক ভাবে ১,৯৩০টি ডোমেইন নির্বাচন করেছেন। এক একটি ডোমেইনের জন্য আবেদনকারীকে গুনতে হয়েছে ১,৮৫,০০০ ডলার। বিপুল পরিমাণ এ টাকার বিনিময়ে হলেও আনেক প্রতিষ্ঠিানই নিজস্ব ডোমেইন নাম নিতে আগ্রহী। এ নিয়ে নানা ধরণের প্রায়োগিক জটিলতার মধ্যে পড়েছিল আর্ন্তজাতিক ডোমেইন নিয়ন্ত্রন সংস্থা ইন্টারনেট করপোনেশন ফর ্অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) প্রতিষ্ঠিানটি।
আশা করে হচ্ছে এ ব্যবস্থা চালূ হলে যে প্রতিষ্ঠানগুলো ডোমেইন কিনেছে তারা নিজস্ব সাইটকে স্পামিং সাইটগুলোর আক্রমণ থেকে নিজদের রাা করতে পারবে। আর্ন্তজাতিক ডোবেইন নিয়ন্ত্রন সংস্থা ইন্টারনেট করপোনেশন ফর ্অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) আশা প্রকাশ করছে শুধু নিরাপত্তাই নয় তার সাথে নিজস্ব ডোমেইন ব্যবহারের মাধ্যমে ব্রান্ডিং আগের তুলনায় বেশী হবে বলেই এ ধরনের নব উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই উদ্যোগ চালু করা হলে দীর্ঘ দিনের লালিত ডট কম, ডট ওআরজি, ডট নেট, ডট ইনফো এ সমস্ত এক্সটেনশ যুক্ত ডোমেইনের পাশাপাশি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামেই দেখা যাবে আনেক ডোমেইন নেম। নতুন এ সিষ্টেম চালূ হলে গুগল ওয়েব সাইটের নাম হবে ডট গুগল, অ্যাপলের হবে ডট অ্যাপল।
