শ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানে জয় পেয়েছে পাকিস্তান। এতে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ তে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সফরকারীরা প্রথম ম্যাচ জিতেছিল ২ উইকেটে।
কিংসটাউনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার আহমেদ শেহজাদের ৪৪ ও উমর আকমলের ৪৬ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানে তোলে পাকরা। সুনিল নারিন ৩ ও স্যামুয়েল বদ্রি ২ উইকেট নেন।
১৩৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৭ রানে যখন ৪ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা তখন ডোয়াইন ব্র্যাভো ৩৫, সুনিল নারিন ২৮ ও কাইরন পোলার্ড ২৩ রান করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি । নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতে পারে ক্যারিবীয়রা। পাকিস্তানে পক্ষে ২ টি করে উইকেট নেন সোহেল তানভীর, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।
উমর আকমল ম্যাচ সেরা পুরস্কার পান। সিরিজ সেরা হন জুলফিকার বাবর। এই সিরিজ জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে চতুর্থ স্থানে।
স্কোর :
পাকিস্তান: ১৩৫/৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৯ (২০ ওভার)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
