স্টাফ রিপোর্টার : অনেক সময় কৃষি উপকরণ বিক্রেতা বিশেষ করে সার-বীজ ডিলারদের অজ্ঞতা, অধিক মুনাফা এবং অসততার কারণে কৃষকরা প্রতারিত হওয়ায় কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে। এতে করে কৃষকরা বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা দারুণ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই মানসম্পন্ন ফসল উৎপাদনে শেরপুরে কৃষি উপকরণ বিক্রেতা ও সার-বীজ ডিলারদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২৯ জুলাই সোমবার শেরপুর খামারবাড়ী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিএস নির্বাহী পরিচালক মো. নুর উদ্দিন। ইউকে এইড ও ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জ-এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ডেভেলপমেন্ট হুইল বাংলাদেশ ও আরডিএস যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিন, কৃষিবিদ কোরবান আলী, কৃষিবিদ আব্দুল হামিদ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় শেরপুরের ৪ উপজেলার ৩২ জন কৃষি উপকরণ বিক্রেতা ও সার-বীজ ডিলার অংশগ্রহণ করেন।
