শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩ অথবা ৪ আগস্ট তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে কাংখিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৩ আগস্ট শনিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ২৯ জুলাই সোমবার বিকেলে তিনি ওই তথ্য প্রকাশ করেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ৩ আগষ্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য অনুমোদন দিয়েছেন।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় এই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
