শ্যামলবাংলা ডেস্ক ; মিশর সেনাবাহিনীর ভয়াবহ রক্তপাতের পরও মাঠ ছাড়েনি মতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থকরা । মুরসিকে মতায় পুনর্বহাল না করা পর্যন্ত মৃত্যুকে উপো করে অব্যাহত বিােভ চলবে- রবিবার এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা। তবে, মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিােভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শনিবারের ওই হত্যাকান্ডের পর দেশে-বিদেশে মিশর সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। রেড়িও তেহরানের খবরে প্রকাশ আজও দেশটিতে কয়েকটি স্থানে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
উল্লখ্য শনিবার দেশটিতে সেনাবাহিনী ও অন্তবর্তী সরকারের সমর্থকদের হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়।
