শ্যামলবাংলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফ্রিদির ব্যাটে ভর করে ২ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে জুলফিকার বাবর শেষ বলে ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দেয়। এ নিয়ে এখন পাকিস্তান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো। ২৭ বল খেলে শহীদ আফ্রিদি করেন ৪৬ রান।
কিংসটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫২ রান করে ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বাধিক ৪৯ রান করেন কিরন পোর্লাড। ড্যারেন সামি করেন ৩০ ও স্যামুয়েলস করেন ২৫ রান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন জুলফিকার বাবর। মোহম্মাদ হাফিজ নেন ২ উইকেট।
ক্যারিবীয়দের মতো পাকিস্তানে শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই ২ উইকেট হারায় পাকিস্তান। সর্বাধিক ৪৭ রান করেন ওমার আমিন ও ৪৬ রান করেন শহীদ আফ্রিদি। গ্যাব্রিয়েল ক্যারিবীয়দের হয়ে পান ৩ উইকেট। শহীদ আফ্রিদি ম্যাচ সেরা নির্বাচিত হন।
স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৭ (ওভার ২০)
পাকিস্তান: ১৫৮/৮ (ওভার ২০)
ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী