শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের বেনীপুর জিরোপয়েন্টের ৬২ নং মেইন পিলারের কাছ থেকে উপজেলার বেনীপুর গ্রামের আকবর আলীর ছেলে উনু মিয়া (৩৬) কে ধরে নিয়ে যায়।
২৮ জুলাই রবিবার ভোরে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, রবিবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের উনু মিয়া ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের পুটিখালী কোম্পানির নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা জিরোপয়েন্টের ৬২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকাল ১০টায় বিজিবির ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিবির তরফ থেকে ধৃত উনু মিয়াকে ফেরত চাইলে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গোপন করে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
বর্তমানে ওই পরিবারের লোকজন অজানা আশঙ্কার মধ্যে রয়েছেন।
