শ্যামলবাংলা ডেস্ক : নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের তিলাই জয়চন্ডি গ্রাম থেকে শানো বালা ঋষি (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত শানো বালা ঋষি একই গ্রামের বিজয় ঋষির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে তিনি গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। শানো পারিবারিক কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
